Advertisement
বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম এর শাখা উদ্বোধন করা হয়েছে। ব্লু ড্রিম ইতোমধ্যেই আধুনিক ও নজরকাড়া ডিজাইনের পোশাক তৈরি করে জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতনদের মধ্যে। কাপড়ের গুণগতমান বজায় রাখায় সব বয়সীদের পছন্দের তালিকায় এখন ব্লু ড্রিমের তৈরি পোশাকের সমাহার নিয়ে সোনাগাজীতে 'ব্লু-ড্রিম শাখার শুভ উদ্বোধন রবিবার (১০ মার্চ) বিকালে পৌর-শহরের সামছুদ্দিন প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
ব্লু-ড্রিম সোনাগাজী শাখার প্রোপ্রাইটর আবদুল্লাহ আল নোমান (গাজী নোমান) এর সার্বিক ব্যবস্থাপনায় ফিতা কেটে উদ্বোধন করেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দীন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টু, সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, বেলায়েত হোসেন বেলাল, হেদায়েত পাটোয়ারী, ফেনী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন সহ অন্যান্য ব্যবসায়ীরা ও বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
ব্লু-ড্রিম সোনাগাজী শাখার প্রোপ্রাইটর গাজী নোমান বলেন, ক্রেতাদের চাহিদা কথা বিবেচনা করে সোনাগাজীতে ব্লু ড্রিম শোরুম নিয়ে আসা। এখানে পাওয়া যাচ্ছে মেনস শার্ট, টি-শার্ট, পোলো শার্ট,ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট,গর্জিয়াছ পান্জাবীসহ অন্যান্য পোশাক। উদ্বোধন উপলক্ষে মাস ব্যাপী গ্রাহকদের কে বিশেষ ছাড় প্রদান করা হবে।