lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-10T07:11:56Z
জাতীয়

কুড়িগ্রামের কচাকাটা থানার প্রায় তিন লক্ষাধিক দরিদ্র পিড়িত মানুষ উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

Advertisement


ফিরোজ কবির, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:


কুড়িগ্রামে একটি উপজেলার অভাবে প্রায় তিন লক্ষাধিক মানুষ আইনি সুবিধা জুটলেও উপজেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দরিদ্র পিড়িত কচাকাটা থানার নাগরিকরা। গ্রামকে  শহরে পরিণিত করতে উপজেলা আইন শিথিল করে নতুন উপজেলা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের। 



উত্তরের জনপদ ১৬টি নদ-নদী এবং সীমান্ত বেষ্ঠিত জেলা কুড়িগ্রাম প্রায় ২২ লাখ মানুষের এ জেলায় পুনাঙ্গ উপজেলা ৯টির সাথে ১১টি থানা এর মধ্যে অন্যতম দুর্গম কচাকাটা থানা। জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং নাগেশ্বরী উপজেলা থেকে অনন্ত ৮০কিলোমিটর দূরে অবস্থান এই জনপদের। তিন দিকে ভারতের সীমান্ত বেষ্টিত তাই চরাঞ্চল দুর্গম। 



ভুরুঙ্গামারী উপজেলার ১টি এবং নাগেশ্বরী উপজেলার ৬টি ইউনিয়ন এই থানার অধিনে। দুটি উপজেলার আওতায় থাকায় নাগরিকসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কচাকাটা থানা বাসী। তাই প্রাশাসনিক পূর্ণ বিন্যাসের দাবি স্থানীয়দের।



কচাকাটায় উপজেলা না থাকায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নাগরিকরা। নতুন উপজেলা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের। উপজেলা উন্নতি হলেও কর্মসংন্থান এবং শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ বাড়বে কচাকাটাবাসীর। এ ছাড়া গ্রামীন অর্থনীতির উন্নয়ন তরান্নিত হলে বাড়বে রাজস্ব আয়।