lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-12T04:45:18Z
ধর্ম

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দ্বীনের কাজ অব্যাহত রাখতে হবে - দোয়ারাবাজার উপজেলা জামায়াত

Advertisement


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ


জমায়াত কোন ব্যক্তি পূজারী দল নয়। বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) আদর্শ নেতা ও সাহাবায়ে কেরামদের দেখানে ত্যাগ ও কুরবানির চেতনায় উজ্জীবিত হয়ে, শাহাদাতের তামান্না বুকে ধারন করে আমরা দ্বীনের কাজ চালিয়ে যাচ্ছি।



একজন ছাত্রের সফলতা - ব্যার্থতা যেমনি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় অনুরূপভাবে একজন মু’মিনের মর্যাদা পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়। ঈমানের ঘোষণা দেয়ার পর একজন বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য সূচিত হয়। কেননা ঈমানদারের জ্ঞানের উৎস আর অবিশ্বাসীর জ্ঞানের উৎস এক নয়। তাই বিশ্বাসী ও অবিশ্বাসীর কর্মজীবনে পার্থক্য দেখা দেয়। অনুসরণ ও অনুকরণের মানদন্ডের ক্ষেত্রে বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হয়। কৃষ্টি ও কালচারের ক্ষেত্রে পার্থক্য হয়। এর ফলে প্রচলিত সমাজ ও সভ্যতা এবং মিথ্যা রুসম রেওয়াজের ধারক ও বাহকগণের স্বার্থে আঘাত আসে। কেননা তারা মানুষকে মানুষের গোলামে পরিণত করতে চায়। কিন্তু একজন ব্যক্তি এক আল্লাহতে ঈমান আনার পর নিজে শুধু মানুষের গোলামী ত্যাগ করে আল্লাহর গোলাম হয়ে যায়না, বরং অন্যান্য মানুষকেও আল্লাহর গোলামে পরিণত করার জন্য কথা ও উত্তম চরিত্রের মাধ্যমে দাওয়াত ইলাল্লাহর কাজ করে। তাই তারা ঈমানের দাবীকে সহ্য করতে পারেনা। অতীতে যারাই ঈমানের ঘোষণা প্রদান করেছিল তাদের সাথে কায়েমী স্বার্থবাদীদের দ্বন্দ্ব হয়েছে। তাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দ্বীনের কাজ অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার শাখা।



শনিবার (৯ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নেতৃবৃন্দ এসব কথা বলেন।



দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর  ডা. হারুনুর রশিদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, সিলেট মহানগর জামায়াতের শুরা সদস্য অ্যাডভেকেট সিরাজুল ইসলাম।



উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন'র সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।