lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-19T08:15:58Z
আইন ও আদালত

ধলঘাটার রাহমত উল্লাহ'কে জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

Advertisement




নুরুল করিম (মহেশখালী) সংবাদদাতা:

মহেশখালী আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মৃত ছকির আহমদ পুত্র রাহমত উল্লাহ'কে।


সোমবার (১৮ ই মার্চ) মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি মামলায় আগাম জামিনে চাই গেলে আদালত ২ নম্বর আসামি রাহমত উল্লাহ'কে জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বাদী স্থানীয় মৃত নুরুল ইসলামের পুত্র শওকত আলী।

  

মহেশখালী থানার উপ-পরিদর্শক এসআই ইমরান, মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে মামলাটির তদন্ত করে। মামলার বাদী শওকত আলী'র লবন মাঠের জমি বেআইনিভাবে দখলে নিতে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।বাদী শওকত আলী জানান, সোমবার আগাম জামিনে আবেদন করলে আদালত রাহমত উল্লাহ'কে জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।


উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকায় তৌফাইলের নেতৃত্বে কুপিয়ে মারাত্মক জখম করে শওকত আলীকে লবন লুটপাট করে। এঘটনায় আহত শওকত আলী বাদী হয়ে মহেশখালী থানায় তৌফাইলকে প্রধান আসামী করে ৪জনের নামে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামীরা পালাতক ছিলো।