lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৩ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-13T10:26:33Z
ব্রেকিং নিউজ

সিন্দুকছড়ি জোন সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ                        খাগড়াছড়ির ২৪ আর্টিলারি বিগ্রেড, গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন । 


এরই ধারাবাহিকতায় ১৩ই মার্চ সকালে সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে গড়াইছড়ি আার্মি ক্যাম্পের আওতাধীন দেবলছড়ি বাজার পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ বই ও গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি। 

জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দেন। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  এতে আরো উপস্থিত ছিলেন, জোনের অন্যান্য দায়িত্বপূর্ণ অফিসার বৃন্দ।