Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ই মার্চ সকাল ১১ টায় লালপুর ত্রিমোহিনী চত্বরে বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) নাটোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মনজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও নাটোর জেলা কমিটির সদস্য সুমন কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা সম্পাদক ফজলুল হক, লালপুর উপজেলা আহবায়ক আবু সাদাত মিন্টু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, লালপুর সহ সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। বিশ্বের অন্যান্য দেশ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমালেও তার বিপরীতে অবস্থান বাংলাদেশের। রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তারা।