Advertisement
ফিরোজ কবির, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ (গত ৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রাম হতে শেরপুর জেলার শেরপুর থানা এলাকার মাদক কারবারি মোঃ জয়নাল মিয়া (২৫), মোঃ মামুন মিয়া (৩৫) এবং মোঃ আব্দুল মালেক (৩৫) কে ২৫০পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ৩জন মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।