Advertisement
জহিরুল ইসলাম যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের পিন্স আহমেদ। গত বছর ৭ নভেম্বর শাহাজান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আসনটি শূন্য হয়। শনিবার (৯ মার্চ) প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১২ টি ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করেন। উপ নির্বাচনে ৪নং গদখালী ইউনিয়নের ২৩ হাজার ১শত ৬৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ভোট প্রয়োগ করেছে ১২ হাজার ৪৭৬ জন ভোটার। ১০৭ টি ভোট বাতিল এবং বৈধ ভোট পড়েছে ১২হাজার ৩৬৯টি। যার মধ্যে আনারস প্রতিকের প্রিন্স আহম্মেদ পেয়েছেন ৭হাজার ৮৭৫ ভোট, ইজিবাইক প্রতিকের প্রার্থী আশরাফ উদ্দীন পেয়েছেন ৩হাজার ১৯৩ ভোট, মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সাইফুল রহমান এস.এল সাইফ পেয়েছেন ১হাজার ১২৭ ভোট, চশমা প্রতিকের প্রার্থী ইমামুল হোসেন পেয়েছেন ১২৬ ভোট এবং টেলিফোন প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৮ ভোট। ফলাফলের উপর ভিত্তি করে উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ কে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা দিয়েছেন।
উল্লেখিত ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ সহ আরও অনেকে।