lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৯ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-09T15:17:25Z
সারাদেশ

মিলনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Advertisement


রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টারঃ


ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 



প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রইছ উদ্দিন সাজু  চেয়ারম্যান ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক  গড়েয়া  ইউনিয়ন বাংলাদেশ  আওয়ামী লীগ ঠাকুরগাঁও। 



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতিউর রহমান মতি  সভাপতি ৮নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ, গড়েয়া  ঠাকুরগাঁও। বীরমুক্তিযোদ্ধা মো:ফজর আলী. বিশিষ্ট সমাজসেবক।



 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ন চন্দ্র দাস সভাপতি মিলনপুর উচ্চ বিদ্যালয় ও তথ্য ও গবেষণা  বিষয়ক  সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও  সদর উপজেলা শাখা। অনুষ্ঠানের তত্ত্বাবধানে আব্দুল হামিদ , প্রধান শিক্ষক, মিলনপুর উচ্চ বিদ্যালয়,গড়েয়া ঠাকুরগাঁও।



এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।