lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-21T16:47:45Z
আইন ও আদালত

গাজীপুরের বন জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি - BD Prokash

Advertisement

 

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি: 


গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকতার কার্যালয়ের সামনে গাজীপুরস্থ বনাঞ্চলে জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশে অবিলম্বে বাস্তবায়ন ও বে-আইনি লাইসেন্সধারী সহ সকল অবৈধ করাত-কল ১৫ দিনের মধ্যে বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গাজীপুর পরিবেশ আন্দোলন-গাপা নামের বেসরকারি একটি সংগঠন। 



রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকতার কার্যালয়ের সামনে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) মানববন্ধনের আয়োজন করেন।



মানববন্ধনে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, জবর দখল উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করে বনায়ন করতে হবে। 



বন জবর দখল উচ্ছেদের দাবীতে আমরা আজ লড়েছি। ১৫ দিনের মধ্যে আমাদের দাবী মানতে হবে। তা না হলে আমরা উচ্চ আদালতে যাব। 



গাপা সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস বলেন, আমরা আজকে একটা মেসেজ দিব। আমাদের পরিবেশ রক্ষা না করতে পারলে এই গাছ রক্ষা করতে না পারলে। আমরা প্রাণে বাঁচবো না। আজকের আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনকে অনুরোধ করছি, আমরা মেসেজ দিতে চাই। 



আমরা বন বিভাগকে সহযোগিতা করতে চাই। বন বিভাগ, এলাকাবাসী সবাই মিলে আমরা বনের জমিতে অবৈধ সব স্থাপনা আমরা উচ্ছেদ করতে চাই। বনের অনেক জায়গা জবর দখল হয়েছে। জবর দখল করতে করতে তারা সীমা অতিক্রম করেছে। কাগজে পত্রে বন আছে বাস্তবে কিন্তু বন নেই। কাগজের সাথে মিল রেখে বন বাস্তবে থাকতে হবে। 



তিনি আরও বলেন, সকলকে এগিয়ে আসার আাহবান জানাচ্ছি। বন বিভাগকে অনুরোধ করছি পরিবেশকর্মীদের নামে হয়রানী মূলক মামলা বন্ধ করতে হবে। 



মানববন্ধনে জেলার দেড় শতাধিক পরিবেশকর্মী বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন।