Advertisement
মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী সি লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার টেটিয়ারকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে পাবনা জেলার সুজানগর থানার মাধপুর গ্রামের রাশেদুল ইসলাম বাবুর ছেলে আল আমিন নামে এক যাত্রী মারা যান।
স্থানীয় এলাকাবাসী জানায়, চালক ঘুমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন বাসটি দ্রুত বেগে যাওয়ার সময় টেটিয়ারকান্দা নামক স্থানে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের ছাদ উপড়ে যায়। এ ঘটনায় আল-আমিন নামে এক যুবক নিহত এবং ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।