lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-23T02:50:01Z
নির্বাচন

মাতারবাড়ী স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা - BD Prokash

Advertisement


নুরুল করিম, মহেশখালী :


অবশেষে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।



শনিবার (২০ শে এপ্রিল) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ ছৈয়দুল হক এ তফসিল ঘোষণা করেন। গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।



ঘোষিত তফসিল অনুয়ায়ী, ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করা যাবে। ২৪ এপ্রিল প্রিজাইডিং অফিসার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা বিদ্যালয় কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল অফিস চলাকালীন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ৫ মে স্কুলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



প্রিজাইডিং অফিসার মোঃ ছৈয়দুল হক বলেন, আগামী ৫ মে দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির ১০টি পদে নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে একজন, দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন, সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন ও একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।



বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।