lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-23T13:33:26Z
খেলাধুলা

পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ ম্যাচ অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


স্টাফ রিপোর্টারঃ 


প্রথম বারের মত পাবনার ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বাংলাদেশ ২-১ সেটে জয়লাভ করেছে। 



সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টস এর প্রস্তাবনায় বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এই চ্যাম্পিয়নশীপের আয়োজন করে। 



প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র শিরহান শরীফ তমালের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ-ইন্ডিয়া আন্তর্জাতিক ভলিবল খেলা গতকাল সোমবার (২২ এপ্রি)ল রাতে ঈশ্বরদী আলোবাগ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এর সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টুর পরিচালনায় ফেডারেশন সহ-সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ভলিবল চ্যাম্পিয়নশীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সভাপতি  আরোতিলামা,সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সেক্রেটারী জেনারেল অর্পন সিং কুশাল, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সদস্য জহিরুল ইসলাম, আলোবাগ ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন। 



খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জাতীয় ভলিবল রেফারি শেখ রাসেল ও শফিকুর রহমান বাবুল।



পরে স্থানীয় আলোবাগ ক্লাব ও পাওয়ার ডেভোলোপমেন্ট বোর্ড(পিডিবি)'র সাথে একটি মনোমুগ্ধকর ভলিবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।