lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-29T12:26:42Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা জেসমিন নির্যাতনের শিকার - BD Prokash

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধিঃ


পঞ্চগড়ে শ্রেষ্ঠ নারী উদ্দোক্তা হিসেবে সন্মাননা স্মারক পাওয়া জেসমিন আরা বেগম স্বামীর হাতে মারপিট ও নির্যাতনের স্বীকার হয়ে আদালতে তার স্বামী নাজমুল হকের নামে মামলা দায়ের করেছে।সোমবার ২২ এপ্রিল বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন।বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন।



আদালত সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে সংসার করার সময় কায়েতপাড়া গ্রামে উভয়ের মধ্যে কলহ বিরোধের সৃষ্টি হলে নাজমুল হক স্ত্রী জেসমিনকে  বাড়ি থেকে বের করে দেয়।পরে আপোষ করে আবার বসবাস শুরু করে।কিছু দিন যাইতে না যাইতে আবার কলহ বিবাদের সৃষ্টি হলে আবারও জেসমিনকে বাড়ি থেকে বের করে দেয়।স্বামী স্ত্রী আলাদা বসবাস শুরু করে। দীর্ঘদিন স্ত্রী ও সন্তানের ভরন পোষণ না দেয়ায় ১৮ জানুয়ারীতে বিজ্ঞ বোদা সহকারী ও পারিবারিক জজ আদালত, পঞ্চগড় এ বকেয়া দেনমোহর ও খোরপোষ আদায়ের একটি পারিবারিক মামলা দায়ের করে।মামলা করায় ক্ষিপ্ত হয়ে ৩১ মার্চ দুপুরে আসামী নাজমুল হক স্ত্রী  জেসমিনের দোকানে আসে চাকু গলায় ধরে ভয় দেখিয়ে নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে বাদী প্রাণ রক্ষার চেষ্টা করিলে ধারালো চাকুটি বাদীনির বাম হাতে ও বাম পায়ে লেগে জখম হয় এবং আসামী নাজমুল হক দোকানের ক্যাশ বক্স থেকে টাকা গ্রহনের চেষ্টা করলে বাদী জেসমিন  বাঁধা দেয়।এতে জেসমিনকে হত্যার উদ্দেশ্য  গলা টিপে ধরে আসামী নাজমুল হক। অবস্থা আশংকা জনক হওয়ায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বাদী জেসমিন সুবিচারের জন্য আদালতে মামলা দায়ের করেছে।



বাদী জেসমিনের আইনজীবি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।বিচারক মামলা আমলে নিয়ে তদন্ত দিয়েছে। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।