Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ২২/২৩ অর্থ বছরের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার এর সভাপতিত্বে এবং দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে কালব এর ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন সহ অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।