lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-18T17:32:18Z
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি


“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রাণীসম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় বালিয়াডাঙ্গী  উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতাল এর বাস্তবায়নে বালিয়াডাঙ্গী উপজেলা পর্যায়ে  প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী  উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওছার। প্রদর্শনীতে ৪৯টি স্টল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টলগুলোতে পরিদর্শন করেন।  পরে বিকালে সমাপণী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওছারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো: নুরুল ইসলাম, ২ নং -- চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাড. মো: জিল্লুর রহমান, ৩ নং - ধনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও খামারি মো: দুলাল রব্বানীসহ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে খামারীদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেছেন খামারী  মো: দুলালী রব্বানী, মো: লিপ্টন ও মোছা: জেসমিন আকতার।