Advertisement
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক নুরুল আমিন মঙ্গলবার উপজেলার বেশ কয়েকটি গ্রামে সাধারন ভোটারদের সঙ্গে গনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন তরুন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার উপজেলা সদর ইউনিয়নের টেবলাই, মুতির দোকানসহ বেশ কয়েকটি গ্রামের সাধারন ভোটারদের সঙ্গে গনসংযোগ করেন।
গনসংযোগকালে মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। যত ঝড়ঝাপটা আসবে পাশে থাকব। দোয়ারাবাজার উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই।