Advertisement
আকন্দ সোহাগ
জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারগঞ্জ এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপি চলে এ প্রশিক্ষণ। খামারবাড়ি জামালপুরের অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা এর সভাপতিত্বে ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি জামালপুরের অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা। প্রশিক্ষণে কন্দাল ফসল কাসাবা,মুরাসাকি জাপানিজ মিষ্টি আলু,গোল আলু, গাছ আলুসহ ইত্যাদির প্রদর্শন করা হয়। আগত কৃষকরা প্রদর্শনী দেখে উদ্বুদ্ধ হোন। কন্দাল ফসল চাষাবাদ করার। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক কৃষানীরা বলেন, যেসমস্ত কন্দাল ফসল দেখানো হলো,যেমন বিদেশী মিষ্টি আলু, কাসাভা বিভিন্ন ধরনের গোলআলু ও লতিকচুসহ ইত্যাদি ফসল আমরা আগে কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। দেখে আমাদের খুবই ভালো লেগছে। এগুলো হচ্ছে মূল্যবান ফসল। আগামীতে আমরা অবশ্যই চাষাবাদ করবো।এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৬০ জন কৃষক কৃষানী অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের মাঝে সনদ ও কন্দাল ফসল বিদেশী মিষ্টি আলু মুরাসাকি ও কোকেই/১৪ এর চারা বিতরণ করা হয়।