lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-28T14:09:15Z
সারাদেশ

সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতর সভাপতি কাইউম,সম্পাদক ইব্রাহিম - BD Prokash

Advertisement


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাংগাইল জেলা প্রতিনিধি:


বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) সখীপুর উপজেলা শাখার মো.কাইউম হোসাইনকে সভাপতি এবং ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ এপ্রিল শনিবার বিকেল চারটায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে এ কমিটি গঠন করা হয়।



বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি সকল সদস্য, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইনকে সভাপতি এবং কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসাইনকে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।



নির্বাচিত সভাপতি কাইউম হোসাইন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন,স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়েই শিক্ষক সমিতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য তিনি সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।