Advertisement
দোয়ারাবাজার,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র-নগদ অর্থ বিতরণ করেছে আল -নূর ফাউন্ডেশন। রবিবার (৭ এপ্রিল) সকালে আন-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউকে প্রবাসী আলহাজ্ব নুরুল হক'র অর্থায়নে ফাউন্ডেশন'র পরিচালক ফয়জুল হক'র ব্যবস্থাপনায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামে তাদের নিজ বাড়িতে এলাকার ২' শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি. লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আমির হোসেন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আল-নূর ফাউন্ডেশন সর্বদা এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিভিন্ন ভাবে সেবা দিয়ে আসছে৷ পবিত্র রমজান,ঈদ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার নিম্ন আয়ের ছিন্নমূল মানুষদের মাঝোবন নগদ অর্থ,বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরনের মাধ্যমে সহযোগিতা করে আসছে। সবাই আল-নূর ফাউন্ডেশন'র সাথে জড়িত সকলের জন্য দোয়া করেন।