Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ঘটবর টুনিরহাট দাখিল মাদরাসার ল্যাব সহকারী বিজ্ঞান গবেষণাগার পদে অবৈধ ভাবে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে, ওই মাদরাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে।
রবিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে এলাকাবাসী দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যরা সকলে এই বিষয় ক্ষোভ প্রকাশ করে।
ল্যাব সহকারী পদের নিয়োগটি কাউকে না জানিয়েই তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে তারা গোপনে নিয়োগ দিয়েছে, এ ব্যাপারে ম্যানেজিং কমিটি, দাতা সদস্য ও শিক্ষক সহ এলাকাবাসী কেউ জানে না। কিভাবে এই নিয়োগ পরীক্ষা হল।
এবিষয়ে মাদরাসার সুপার মোঃ হাবিবুর রহমান ও সভাপতির মোঃ আব্দুল করিম প্রধান এর সাথে কথা হলে তারা জানান নিয়োগ সকল প্রকার নিয়ম নীতি মেনেই নেওয়া হয়েছে, রমজান মাসে সকাল দশটার দিকেই যথা সময় এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে অত্র মাদরাসাতেই, এতে ছিলেন নিয়োগ কমিটি ও ডিজির প্রতিনিধি, আমরা সব কিছু নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়েছি আমরা কোন প্রকার দুর্নীতি করিনি।
তাছাড়া এই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল দৈনিক আজকের প্রভাত ও তিস্তা পত্রিকায়। ডিজির প্রতিনিধি হিসেবে ঢাকা থেকে এসেছিলেন ইন্সপেক্টর মোঃ সাজেদুল ইসলাম।
তবে এলাকাবাসী দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য সহকারে সকলেই জানান আমরা নিয়োগের বিষয়ে কিছুই জানিনা তারা স্বজন প্রীতির মাধ্যমে নিজেদের আত্মীয়কে নিয়োগ দিয়েছে, এখন আমরা আবার পুনরায় নিয়োগ চাচ্ছি, এই নিয়োগ বাতিল করা হোক।