Advertisement
স্টাফ রিপোর্টারঃ
জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে পাবনার ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে খাইরুল ইসলাম (৪০) নামের একজন যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের আরো প্রায় ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ্ব মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম প্রামাণিকের ছেলে এবং সাহাপুর ইউনিয়ন যুবলীগ নেতা।
প্রাথমিক ভাবে আহতদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে, তারা হলেন- সাজু হুদী (৫০), সাহাবুদ্দিন (৫০), জামাত ফকির (৫০), নাসিরউদ্দিন (৩০), জিল্লুর (৫০), তরিকুল (৪০), শাহ জামাল (৪০), আন্টু (৩০), হুজুর আলী (৫৮), নাসির (৩০), ওলিউর রহমান (৩৫), মজিদ (৩৫), আরিফ আলী (৩২), ওলিবুল (৩২), মোঃ মিঠুন (৩৫), মোসলেম উদ্দিন (৬০), মানু প্রামানিক (৫৫), মোঃ খোকন প্রামাণিক (৩৫), নুর বেগম (৫০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে গত দুই দিনে দুই গ্রুপের মধ্যে ছোটোখাটো মারামারির ঘটনা ঘটে। এইসব ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে।
এতে গুরুতর আহত খাইরুলকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জমি-জমার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।