lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-22T13:04:46Z
উপজেলা পরিষদ নির্বাচন

আটোয়ারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - BD Prokash

Advertisement


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি থেকে চেয়ারম্যান পদে একজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সাইমন আক্তার সুমন।



সোমবার (২১ এপ্রিল) দুপুর তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়ন প্রত্যাহারের কাগজ জমা দেন। এসময় ইউনিয়ন ও উপজেলার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



এ নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাজাহান আলী জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয় সিদ্ধান্ত আসে ভোট বর্জন করার। তাই দলীয় সিদ্ধান্তের উপর সম্মান জানিয়ে এবং  বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ও বিএনপি'র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এর পরামর্শক্রমে এবং দলের  প্রতি আনুগত্য প্রকাশ করে আসন্ন আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে আমার সহযোদ্ধা  ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইমন আক্তার সুমনও মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।