lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-22T12:59:55Z
অগ্নিকান্ড

শাহজাদপুরে সাংবাদিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি - BD Prokash

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি:  


সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা প্রতিদিন পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাসুম হোসেন অন্তু  তার বাড়ির ভিতরে থাকা  নিজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে  প্রায় দেড়লক্ষ টাকার  ক্ষতি হয়েছে। এতে হতাশ হয়ে পরেছে ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাসুম হোসেন অন্তর পরিবারের লোকজন। 



জানাযায় , ২১শে এপ্রিল  রাত  পৌনে দশটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা  ঘটে।  সাথে সাথে ফায়ারসার্ভিসকে অবগত করলে তারা প্রায় ৪০ মিনিট পরে ঘটনাস্থলে আসে তারা   সাথে কোনো রিজার্ভ পানির গাড়ি  নিয়ে আসেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা   পুকুরে থেকে পানি সংগ্রহ করতে গেলে ।  এসময়ে গোডাউনে রাখা সমস্ত মালামাল পুড়ে ছাই  হয়ে যায়।  একমাত্র এলাকাবাসী  নারী - পুরুষ উভয়ের প্রচেষ্টায়  আশে পাশে বাড়ি থেকে পানি দিয়ে  আগুন নিয়ন্ত্রণে আসে।   পরে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ পরিদর্শন করেন।  



ফায়ার সার্ভিস কর্মী  আসাদুজ্জামান  বলেন,  আসলে যেখানে আগুনটি লেগেছে সেখানে কোনো ইলেকট্রনিক এর  কোনো ব্যাবস্থা নেই সম্ভবত আগুনটি কোনো সিগারেটে ধোয়া থেকে লেগেছে।