lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-06T12:14:18Z
আইন ও অপরাধ

লালপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৭ - BD Prokash

Advertisement


নাটোর জেলা প্রতিনিধি:


নাটোরের লালপুরে জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ  ঘটনায় আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শনিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।



এর আগে শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।



আহতরা হলেন,  উপজেলার একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন (৫০), তার ছেলে সবুজ (২৫), মৃত বাহার উদ্দিনের ছেলে ইনছার (৭০) ও তার ছেলে মন্টু (৪০) ও বাবলু (৫০), আমিনুল ইসলামের ছেলে তারিক (২০), বাবুলের ছেলে বিপ্লব (৩৫)।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে চাচাতো ভাই কামালের জমিতে লাগানো ঘাস কাটেন কামরুল হাসান। এ ঘাস কাটাকে কেন্দ্র করে দুজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামরুল হাসান গুরুতর আহত হন। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল হাসানের মৃত্যু হয়।



লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম মন্টুকে প্রধান আসামীকে ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।