Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মানবতার ডাকে ছোট চওনা ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল(মঙ্গলবার)সকালে কাকড়াজান ইউনিয়নের হারুন মার্কেট প্রায় ১০০ জন হতদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সদস্য মোঃ কাসেম মন্ডল,মোঃফরহান হোসেন,মোঃসেলিম রেজা,মোঃদেলোয়ার হাসান সুইট,জাহাঙ্গীর আলম,সোহেল রানা,সারোয়ার,মহিরউদ্দীন, আবু-বকর,মাহমুদুল হাসান জুয়েল,মহসীন আহমেদ,শুভ প্রমুখ।
ছাত্রলীগ নেতা ও উক্ত সংগঠনের সদস্য মহসীন আহমেদ বলেন,বরাবরের মতো এবারো ঈদুল ফিতরের আনন্দকে সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে"মানবতার ডাকে ছোটচওনা"।
এই মানবিক সংগঠনের অনেকেই প্রবাসী ও চাকরিজীবি তাদের সার্বিক সহায়তায় সমাজের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি,পোলাও চাউল,দুধের পেকেট,সাবান, তৈল ও গরুর গোস্তো বিতরণ করে এই সংগঠন।