Advertisement
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী পৌর এলাকার ছোট মাধবদী যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন শতাধিক পরিবারের মাঝে আজ ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ছোট মাধবদী মহল্লার নদী বাংলা টাওয়ার সংলগ্ন এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় । চাল, ডাল, চিনিসহ দশ আইটেমের ঈদ সামগ্রীর সাথে একটি করে মোরগ দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন ছোট মাধবদী যুব সমাজের আহবায়ক মাহমুদুল হাসান শাহিন, ১নংওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোকছেদুর রহমান মাসুদ, মাধবদী শহর সেস্বাসেবক লীগের সদস্য সচিব মো: মোজাম্মেল মিয়া, ছোট মাধবদী যুব সমাজের রুবেল, আলামিন, সাইফুল, সুজন, শামিম, শাহ আলম, মোঃ রাকিব, সঞ্জয়, হিমেল, সিয়াম, তানভীর, মারুফ প্রমুখ।