lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-07T14:54:29Z
আইন ও অপরাধ

মাদারগঞ্জে গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রতিবেশী মাদকসেবীর বিরুদ্ধে - BD Prokash

Advertisement

 

আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে জীবন নাহার ( ২৬) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মাদকসেবীর বিরুদ্ধে। রবিবার ( ৭ এপ্রিল) ভোরে উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধু জীবন নাহার ওই এলাকার রাজমিস্ত্রী শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুলের পৈৃতিক বাড়ি মাদারগঞ্জ শহরের গাবেরগ্রামে। কাজের সুবাধে তিনি মামার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে থাকতেন। প্রতিবেশী মাদকসেবী ও বখাটে ফজলু মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কি কারণে হত্যা করেছে সেটি জানা যায়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফজলু মিয়া পলাতক রয়েছে। 



মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোর ৬টায় ওই গৃহবধু জীবন নাহার বাড়ির পাশে শৌচাগার  যায়। শৌচাগার থেকে ফেরার থেকে অভিযুক্ত প্রতিবেশী ফজলু মিয়া জীবন নাহারের গলার নিচেসহ শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে জীবন নাহার চিৎকার শুরু করলে তার স্বামী শফিকুল ইসলাম উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জীবন নাহারের স্বামী শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,প্রতিবেশী মাদকসেবী ফজলু আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমার ২টি জমজ কন্যা সন্তান এখন এদের নিয়ে আমি কিভাবে থাকবো। আমার স্ত্রী হত্যার বিচার চাই।মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশ ময়নাতদন্তের জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে ধরলেই জানা যাবে কেন গৃহবধু জীবন নাহারকে হত্যা করেছে সে।