lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-07T13:19:56Z
সারাদেশ

দোয়ারাবাজারে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ সোনাপুর শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন - BD Prokash

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ  কেন্দ্র দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর জামে মসজিদ শাখার শিক্ষার্থীদের বিদায়ী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।



রবিবার (৭ মার্চ) বিকালে স্থানীয় সোনাপুর জামে মসজিদে এক অনাড়ম্বর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।



 শাখার সভাপতি চেরাগ আলী'র সভাপতিত্বে, নাজিম ইব্রাহীম আলী ও রোয়াব আলী'র পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  ইউপি সদস্য ধন মিয়া,নাছিমপুর দাখিল মাদ্রাসার সুপার মাও আক্তার হোসাইন, সমাজ সেবক আরজু মিয়া,মুক্তিযুদ্ধা আব্দুল মতলিব পাকিচ,জয়নাল আবেদীন,ইয়াকুব আলী,জিয়াউর রহমান।



আরও উপস্থিত ছিলেন. দারুল ক্বেরাত সোনাপুর জামে মসজিদ শাখার প্রধান ক্বারি মাও আসগর আলী,সহ-প্রধান ক্বারি হাঃ আবুল হোসেন,  ক্বারি মোঃ আনুয়ার হোসেন, মোঃ মনোয়ার হোসেন, ক্বারি মোঃ ফয়সাল আহমেদ,ক্বারিয়া মোছাঃ হাবিবা বেগমসহ এলাকার গনমান্যব্যক্তিবর্গ শিক্ষার্থী প্রমুখ।



পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও প্রতি শ্রেনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ। 



পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।