Advertisement
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)সংবাদদাতাঃ
ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহরের থানা রোডের নবান্ন রেস্তরায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যর উদ্যোগে ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে উক্ত ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ, সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান প্রমূখ। উক্ত ইফতার মাহ্ফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন - রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক ইউনিয়ন একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে মূলধারার সাংবাদিকরা নীতি এবং আদর্শ নিয়ে সাংবাদিকতা করে থাকেন। এখানে নির্যাতিত সাংবাদিকসহ অসহায় মানুষের পাশে গিয়ে তারা কাজ করে থাকেন।
এসময় বক্তারা আরো বলেন, জনগণ সহ বিভিন্ন শ্রেনীর মানুষের মুখে সাংবাদিকরা সমাজের বিবেক বলে পরিচিত লাভ করে থাকেন। তবে বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু নামধারী এবং কার্ডধারী সাংবাদিকদের অপকর্মের জন্য মূলধারার সাংবাদিকরা আজ সমাজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সাংবাদিক ইউনিয়ন সেই সকল নামধারী ও কার্ডধারী হলুদ সাংবাদিকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলবেন।
পরিশেষে উপস্থিত সবাই সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে এবং সামনের দিকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।