lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-23T02:57:03Z
আইন শৃঙ্খলা

সখীপুরে বিট পুলিশং ওপেন হাউস ডে অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


খাঁন আহম্মেদ হৃদয় পাশা টাঙ্গাইল প্রতিনিধি:


"বিট পুলিশকে তথ্য দিন নিরাপদে কাটবে দিন"এই স্লোগানকে সামনে রেখে 'বিট নং ৪,টাঙ্গাইলের সখীপুরে "বিট পুলিশং ওপেন হাউস ডে"অনুষ্ঠিত হয়েছে। 



সোমবার (২২ এপ্রিল)বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে খুংগারচালা বাজারে এ বিট পুলিশং ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।



সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে,মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাকড়াজান বিট এর দায়িত্ব প্রাপ্ত ডিউটি অফিসার এস আই তাজুল ইসলাম, এস আই কবির হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসির উদ্দীন মেজবাহ। 



এছাড়াও উপস্থিত ছিলেন, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান সিকদার, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল হোসেন মুন্না, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন সজীব,ক্রাইম রিপোর্টার খাঁন আহম্মেদ হৃদয় পাশা,ডা:খোকন,আঃগফুর,আবুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।