lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-07T07:37:09Z
সারাদেশ

সুজানগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত - BD Prokash

Advertisement


এম মনিরুজ্জামান, পাবনা  : 


‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন,শেখ হাসিনার দর্শন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগরে উপজেলা প্রশাসনের আয়োজনে, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে বের হওয়া র‌্যালিতে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল আলিম যতিন ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।