Advertisement
আর জে রাজ, স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি রংপুর মিঠাপুকুরে ও লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রেল কর্মচারী , আরো জানাযায় তিনি ট্রেনে করে লালমনিরহাট থেকে বুড়িমারী আসেন এবং সেখান থেকে অটো করে তার বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে ঘুন্টি বাজার এলাকায় এসে রেললাইনে পাশ দিয়ে ফোনে কথা বলার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কম্পিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।