Advertisement
হৃদয় হোসাইন,বেড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যােগে পৌরসভার ১১টি ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত। শুক্রবার ১৯ এপ্রিল বেড়া পৌর সম্মেলন কক্ষে উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি। সভাপতিত্ব করেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড.এস.এম আসিফ শামস্ রঞ্জন। বেড়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান । উপস্থিত ছিলেন সরোয়ার কবির বিপ্লব। বেড়া নাগরিক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-মাহমুদ সরকার। বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ। পাবনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ময়ছার। সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু। পৌর প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিল রাইসুল ইসলাম তারেক। চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু প্রত্যেক টিমকে ৫০ হাজার করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি আরোও বলেন, ডাক দিয়েছেন শেখ হাসিনা ঘরে থাকার সময় নাই। স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এজন্য প্রতিটি কৃষক,শ্রমিক প্রতিটি মানুষকে স্মার্ট হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে তাহলে খেলাধুলায় শক্তি পাওয়া যাবে।