lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-20T10:00:05Z
বিনোদন

খলনায়কের কাছে নায়ক নায়িকার পরাজয় - BD Prokash

Advertisement


বিনোদন ডেক্স,বাংলাদেশ প্রকাশ:


নাটক সিনেমা টেলিফিল্ম, যেখানে থাকে নায়কের জয়জয়কার। কিন্তু অভিনয়ের খলনায়ক কি বাস্তব জীবনের নায়ক হতে পারে? চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪ থেকে ২০২৬ মেয়াদের নির্বাচনে অংশ নিয়েছিলেন চলচ্চিত্রের নায়ক নায়িকা ও খলনায়ক। 



চলচ্চিত্রে সবাই যেখানে নায়ক নায়িকার হাসি কান্নায় নিজেদের অনুভূতি প্রকাশ করে সেখানে শিল্পী সমিতির নির্বাচনে অভিনয়ের খল চরিত্রের মুখেই হাসি ফুটিয়েছেন শিল্পীরা। 



নায়ক নায়িকাদের চেয়ে খলনায়কেরাই যেন বেশি  জনপ্রিয় এই অঙ্গনে। এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলিকে ৯৫ ভোটে পরাজিত করেছেন খলনায়ক মিশা সওদাগর। মাহমুদ কলি ১৭০ ভোট পেলেও পূর্বে দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে সভাপতির আসনে জয়লাভ করেছেন। 



সভাপতি হলেন খলনায়ক তাহলে সাধারন সম্পাদক হলেন কে? এই পদেও নেই কোন নায়ক নায়িকার নাম। জিতেছেন খলনায়ক। নায়িকা নিপুণকে ১৭ ভোটে পরাজিত করে সাধারন সম্পাদক হয়ছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। নায়িকা নিপুণ ২০৯ ভোট পেলেও ২২৫ ভোট পেয়ে এই পদটিও এখন রয়েছে খলনায়ক ডিপজলের দখলে। 



১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে  সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। মোট ৫৭০ জন ভোটার থাকলেও এই সময়ের মধ্যে ভোট দিয়েছেন ৪৭৫ জন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।



নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান,  সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল।



কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির ও চুন্নু সহ নির্বাচিত হয়েছেন ৯ জন। এছাড়া কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান নির্বাচিত হয়েছেন।



বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। তবে কি অভিনয় জগতের খলনায়কেরাই বাস্তব জীবনের নায়ক?