lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-19T09:13:03Z
অনিয়ম ও দুর্নীতি

মাধবদীতে লাইন ম্যান ক্যাশিয়ার মজিবুরের নেতৃত্বে চলছে অবৈধ বাণিজ্যিক গ্যাস ব্যবহার - BD Prokash

Advertisement

 

হাজী জাহিদ 

 

মাধবদীর বিরামপুরে মোতালিব মিয়ার বাড়িতে ১০ টি অবৈধ গ্যাস চুলা চলছে নিয়মিত। বাণিজ্যিক ভাবে তিনটি রেস্টুরেন্ট ও কাঁচ্চি বিরিয়ানি হাউজে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন মোতালিব ও তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা। তিতাস গ্যাসের অসাধু লাইনম্যান ও ক্যাশিয়ার মজিবুর তার সাথে সংশ্লিষ্ট নামধারী অসাধু সাংবাদিক জড়িত। আমাদের এ প্রতিবেদক সরেজমিন মাধবদী'র বিরামপুর গেলে এ দৃশ্য চোখে পড়ে। অবস্থা দৃশ্যমান হয় যে বড় বড় ১০ টি অবৈধ গ্যাস চুলা বসিয়ে নীচ তলায় এবং চারতলা বিল্ডিং-য়ের তিন তলায় আল্লাহর দান কাঁচ্চি বিরিয়ানি , হাজি কাচ্চি ঘর বিরানি , হোটেলের রান্না করছেন। জানা যায় , এ সকল হোটেলগুলোতে ঘোড়া ও অন্যান্য বন্য পশুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রির অভিযোগে মাধবদীর সফল মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন মানিক একমাস সকল বিরানি হাউজ বন্ধ রেখেছে। আবারও রহস্যজনক কারণে আবারো চালু হয়েছে।  এই ধরনের অপকর্ম তারা করছে গ্যাসের লাইন গুলো সম্পূর্ন ঝুঁকিপূর্ণ হালকা চিকন হর্শ প্লাস্টিকের পাইপ দিয়ে সংযোগ করানো। আমাদের এ প্রতিবেদক সরেজমিন মাধবদী'র বিরামপুর গেলে বিল্ডিং-য়ের মালিক মোতালিব জানান , মাধবদী'র দুই সাংবাদিক , নরসিংদীর এক সাংবাদিক এবং তিতাস গ্যাসের লাইনম্যান ও ক্যাশিয়ার মজিবুরকে অর্থ উৎকোচের বিনিময়ে মাসিক চুক্তিতে তারা অবৈধ গ্যাসের চুলা ব্যবহার করছেন। তিনি আরও বলেন , তার বাড়িতে অবৈধ গ্যাস আপনারা যত পারেন রিপোর্ট করুন-গে এতে তার কোন আপত্তি নেই। তিতাস গ্যাসের অসাধু কর্মচারী কর্মকর্তা , সাংবাদিক ও ক্যাশিয়ার মজিবুরকে মাসিক চুক্তিতে টাকা দিয়ে থাকেন। তিতাস গ্যাস নিয়মিত তার কাছ থেকে চুক্তিভিত্তিক মোটা অংকের টাকা নিচ্ছেন অবৈধ গ্যাস চুলা ব্যবহারের জন্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিকগন।