Advertisement
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ এপ্রিল) পাবনা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
বক্তব্যে রিজভী বলেন,গণমাধ্যমে এসেছে এদেশের অর্ধেক জেলায় হাসপাতালে আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেনি, এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ওবাদুর রহমান চন্দন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফর তুহিন, পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান সহ অন্যান্যরা। এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জনগণ বাকশাল আন্দোলনে বিজয়ী হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে, স্বৈরাচার আন্দোলনে বিজয়ী হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। এখন ফাঁসিবাদী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণ জয়ী হবে তারেক রহমানের নেতৃত্বে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সদস্য মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু সহ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানান।