lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-30T11:17:35Z
সারাদেশ

সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ - BD Prokash

Advertisement


ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ , অসহায়াদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবীদ মুশাররফ করিম এর সভাপতিত্বে এ চেক বিতরণ করা হয়।



এতে উপস্থিত ছিলেন জেলা বাস্তুহারালীগ ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদ ও অফিস কর্মচারীবৃন্দু। 



অনুষ্ঠানে দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন, ছাগল-গরু পালন খাতসমূহে ১৩৩ জনকে ৭ লক্ষ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।



এসময়, কৃষিবীদ মুশাররফ করিম বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাত দাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। যাকাত গ্রহীতার উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের টাকা আপনাদের সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করবেন।



ভবিষ্যতে এ ব্যবসার থেকে আপনাদের সংসার সচ্ছলতার সাথে পরিচালনা করতে পারবেন । এভাবে প্রত্যেক যাকাত গ্রহিতা যদি তাদের টাকাটি সঠিকভাবে বিনিয়োাগ করেন তাহলে আগামীতে আমাদের দেশেও যাকাত অর্থ গ্রহণের জন্য লোক পাওয়া যাবে না।