lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-08T14:23:15Z
সারাদেশ

মাহী-এন-রিয়াদের ঈদ শুভেচ্ছা - BD Prokash

Advertisement


মো: মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক  


 রাজধানী ঢাকার আদাবর থানা আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের  জণ নন্দিত, সর্বজন স্বীকৃত ও পরীক্ষীত স্বেচ্ছাসেবি, পরোপকারী, হাজারো যুবসমাজের আস্থার প্রতিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক, আপাদমস্তক একজন আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী নিতিতে বিশ্বাসি, ডিজিটাল ও স্মার্ট বাংলা গড়ার রূপকার জণনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মত উদিয়মান নেতা মাহী-এন-রিয়াদ, সারা বিশ্বের মুসলিম উম্মাহর আনন্দের দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা জানিয়ে  বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাস,   ত্যাগের মহিমায় পূর্ণতা পাক প্রতিটি প্রাণ। সংযম ও আত্মশুদ্ধির বরকতময় মুক্তির মাস পবিত্র মাহে রমজান শেষে ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি-সমৃদ্ধি এবং আনন্দ সেই প্রত্যাশায় সবাইকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।



আসুন, মান-অভিমান ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে সকলে আবদ্ধ হই। স্নিগ্ধতায়, বিশুদ্ধতায়, কোমলতায় ও পবিত্রতায় সামাজিক ভাবে আপন প্রতিবেশী, পারিবারিক ভাবে নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করি, তাদের খোঁজখবর রাখি-পাশে দাঁড়াই, ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুসী, তাই আসুন আমরা মহামানব ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শকে ধারন করে  এতিম,দুঃস্থ ও অসহায়দের পাশে থেকে তাদের সাথে এই ঈদের হাঁসি খুসী ও আনন্দকে ভাগাভাগি করে নেই, এবং রাষ্ট্র-কে নিরাপদ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ হব সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি।