Advertisement
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মাছ ভর্তি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে সহোদর ভাই ও আরেক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এতে করে ভুক্তভোগী ভাইয়ের পুকুরে বিভিন্ন জাতের প্রায় ১২ লাখ টাকার মাছ এর ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী এলাকার মৎস্যচাষী রবিউল তিনি দীর্ঘদিন ধরে অন্যের পুকুর লিজ নিয়ে বিভিন্ন জাতের মাষ চাষ করেন। ৭ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১ টার সময় পুকুরপাড়ে অভিযুক্ত সহোদর ভাই রেজাউল ও চাচাতো ভাই আকিবুল ইসলামকে টর্চ লাইটের আলো ধরে কিছু একটা পুকুরে ছিটাতে দেখতে পায় ভুক্তভোগী রবিউল।তারপর রাত থেকেই মাছ মরা শুরু হয়। মারা যাওয়া মাছের বর্তমানে বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা হবে বলে উল্লেখ করেন। রবিউল ইসলাম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমার এই ক্ষতি করেছে তারা। সঠিক তদন্তের মাধ্যমে আপরাধীদের বিচার দাবি করেন।মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।