lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-21T13:58:54Z
সারাদেশ

পঞ্চগড়ে মসজিদের ইমাম গোলাম রাব্বানী'র বিরুদ্ধে বলাৎকার চেষ্টার অভিযোগ - BD Prokash

Advertisement

 

নিজস্ব প্রতিবেদক:


আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে লুকিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার, এ কোন সমাজে বাস করছি আমরা এসব হিংস্র মৌলবীরা একাত্তরের রাজাকারদেরও হার মানিয়েছে আজ এখানে তো কাল ওখানে এ ধরনের ঘটনার অভিযোগ  প্রায়ই পাওয়া যায়।



অভিযোগ সূত্রে জানাযায় পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের সিএনবি মোড় গড়ের ডাঙ্গা এলাকার মসজিদের    ইমাম দিনাজপুর জেলার, মোঃ আহসান আলীর পুত্র  মোঃ গোলাম রব্বানী  (৩৫), গত ১৪ এপ্রিল সকাল ১১ টার সময়, স্থানীয় বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল্লাহ আল- লাবিব ২০ কে, মির্জা আব্দুল হামিদ মারকাজুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কক্ষে ডেকে নিয়ে তার হাতে সরিষার তেলের বোতল ধরিয়ে দেয়, এবং গোলাম রব্বানীর লিঙ্গে তেল দিয়ে মালিশ করতে বলে। পরবর্তীতে ইমাম গোলাম রব্বানী, উত্তেজনা সজ্জ  করতে না পেরে ইমাম গোলাম রব্বানী, ওই প্রতিবন্ধী যুবকের বায়ু পথে লিঙ্গ প্রবেশ করতে গেলে প্রতিবন্ধী যুবক ব্যথার যন্ত্রণায় চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।  



পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধী  যুবক বাড়িতে এসে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। এই হল আমাদের মসজিদের ইমাম যাদের পেছনে আমরা মুসল্লীরা নামাজ পড়ি। এ বিষয়ে প্রতিবন্ধীর বাবা আব্দুল মান্নান পঞ্চগড় সদর থানা ও মসজিদ কমিটি বরাবরে অভিযোগ করেন। এবং ইমাম গোলাম রব্বানীর উপযুক্ত শাস্তির দাবি জানান।  অভিযোগ করার কারণে ইমাম গোলাম রাব্বানী ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন প্রকার প্রাণনাশের  হুমকি প্রদান করে। 



এছাড়াও পঞ্চগড়ে এ ধরনের জঘন্যতম  ঘটনা আরো অনেক ঘটেছে যা অর্থের মাধ্যমে মীমাংসাও করেন  স্থানীয় প্রতিনিধিরা। এসব মৌলভী হিংস্র পশুর চেয়েও জঘন্য।



ধরনের  নির্যাতন  এর ঘটনা আজও চোখে পড়ে নাই যা মৌলবীরা করে থাকে।