lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-21T11:52:17Z
আইন ও অপরাধ

পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক প্রতারক সহ একটি মাইক্রোবাস ও মোবাইল ফোন উদ্ধার - BD Prokash

Advertisement

 

 পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক আত্মসাৎকৃত একটি মাইক্রোবাস, প্রতারণা কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার সহ মূল প্রতারক  গ্রেপ্তার।



সম্মানিত পুলিশ সুপার, পঞ্চগড়  মহোদয় এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার পঞ্চগড় সদর(সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর  থানার নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এএসআই মোঃ গোলাম রব্বানী পিপিএম, কনস্টেবল ইমরান আলী সহ পঞ্চগড় সদর  থানার একটি চৌকষ টিম নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বক্করের মোড় হতে পঞ্চগড় সদর থানার মামলা নং ২৬ ,তারিখ -২৪/০৩/২০২৪,ধারা ৪২০/৪০৬/৫০৬(২) দঃবিঃ এর গ্রেফতারকৃত আসামি মো: আরাফাত আব্দুল্লাহকে গ্রেফতার করে।



পরে  তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর নিকট হতে আত্মসাৎকৃত একটি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস ও প্রতারণা কাজে ব্যবহৃত একটি মোবাইল  উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।