lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-07T08:11:32Z
সারাদেশ

মানবিক সংগঠন চেতনায় ৭১ যুব সংঘের ইফতার আয়োজন - BD Prokash

Advertisement


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল প্রতিনিধি :


টাংগাইলের সখীপুরে মানবিক সংগঠন "চেতনায় ৭১" যুব সংঘের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল উপজেলার কাকড়াজান ইউনিয়নের হাসনগন্জ চকচকিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 



এসময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ নাজমুলহুদা মাস্টার,৩ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন মেজবাহ,ছাত্রলীগ নেতা শাহাদাৎ রাজীব,আওয়ামীলীগ নেতা ইসমাইল মুন্সি,শহীদুল ইসলাম,আমির আলী,হাসনগন্জ বাজার সভাপতি হুমায়ুন আহমেদ,যুবলীগ নেতা রাসেল প্রমুখ।



এছাড়াও চেতনায় ৭১ ক্লাবের সদস্য,শিক্ষক,ছাত্র যুবক,বৃদ্ধাসহ নানা শ্রেণী পেশার প্রায় ৩ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।



চেতনায় ৭১ ক্লাবের সভাপতি মোঃ শাহরিয়ার সরোয়ার রিটু ও সাধারণ সম্পাদক মোঃ আলীম তালুকদার জানান, এটি তাদের পঞ্চমতম ইফতার মাহফিল,এছাড়াও তারা এই মানবিক ক্লাবের মাধ্যমে অসহায় দুস্ত মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।



আমরা চেতনায় ৭১ যুব সংঘ সমাজের অসহায় নিপীড়িত গণমানুষের পাশে থাকতে চাই। 



স্থানীয় মেম্বার নাসির উদ্দীন মেজবাহ বলেন, আমরা এই মানবিক ক্লাব-চেতনায় ৭১ যুব সংঘকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে গরীব দুঃখীদের  সেবা দিতে দেখেছি,আমি এই ক্লাবের সমৃদ্ধি কামনা করি।