lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-09T13:57:28Z
সারাদেশ

আলফাডাঙ্গা সদর ইউনিয়নে দুস্থরা পেল প্রধানমন্ত্রী'র ঈদ উপহার - BD Prokash

Advertisement


সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :


আলফাডাঙ্গা ৩নং ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুর-১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো.আব্দুর রহমান এর মাধ্যমে বরাদ্দকৃত ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।



মঙ্গলবার ৯ এপ্রিল সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন সদর ইউনিয়নের মহিষারগোপ বাজারে খাদ্য বিতরণ উদ্বোধন করেন। 



উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী'র ঈদ উপহার এই খাদ্য সামগ্রী নিয়ে আসছি। এই উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ আমরা পেয়েছি।আশাকরি আপনাদের এই খাদ্য সামগ্রী ঈদে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন।



সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সোহরাব হোসেন বুলবুল বলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আব্দুর রহমান এমপি এর মাধ্যমে প্রধানমন্ত্রী'র ঈদ উপহার আমার ইউনিয়নে ১৫০ প্যাকেট পেয়েছি, দলীয় অসহায় কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা বাছাই করে এই ঈদ উপহার বিতরণ করেছি।



এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাইফুর রহমান সায়ফার, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, আলফাডাঙ্গা ইউনিয়নের  সভাপতি সোহেল চৌধুরী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,ফারুক শেখ,যুবলীগ নেতা নওফেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন