lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-21T14:24:08Z
অনিয়ম - দুর্নীতি

পাবিপ্রবিতে ২০ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ - BD Prokash

Advertisement


নাজমুল ইসলাম শাকিল, পাবিপ্রবি: 


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) উন্নয়ন প্রকল্পের অধীনে গবেষণাগারের বৈজ্ঞানিক  যন্ত্রপাতি কেনার ২০ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয় উল্লেখ করে প্রকল্প পরিচালক বরাবরে লিখিত চিঠি দিয়েছে মেসার্স এন. এস. এন্টারপ্রাইজ  নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।



সংশ্লিষ্ট সূত্র জানায়, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গ্লোবাল টেকনোলজি এবং এন. এস. এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান। টেকনিক্যাল সাব-কমিটি পর্যালোচনা করে এদের মধ্যে টেন্ডারে উল্লিখিত বৈজ্ঞানিক যন্ত্রপাতির Chemical Specifications এর দিক দিয়ে এন. এস. এন্টারপ্রাইজের অধিক সামঞ্জস্যতা খুঁজে পায়৷ পরে তারা সেটির মূল্যায়নের জন্য ইভালুয়েশন কমিটির কাছে পাঠায়। এদিকে Chemical Specifications এর দিক দিয়ে পিছিয়ে থাকলেও ইভালুয়েশন কমিটি গ্লোবাল টেকনোলজিকে প্রাধান্য দেয়। 



সূত্র আরো জানায়, বিজ্ঞাপনে উল্লেখিত শর্তের ৩,৭ এবং ৮ নম্বর শর্ত পূরণে ব্যর্থ গ্লোবাল টেকনোলজি। এছাড়া গ্লোবাল টেকনোলজির দাখিলকৃত পন্যের কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি নাই বলেও জানা যায়। 



প্রকল্পের টেকনিক্যাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার জানান, " কোন প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হবে সে বিষয়ে সাব-কমিটির মিটিংয়ে আমরা কোন সিদ্ধান্ত নেই নি। আমাদের সিদ্ধান্ত দেওয়ার সুযোগও নেই। আমরা দুই প্রতিষ্ঠানের পণ্যের সামঞ্জস্য অসামঞ্জ্যতা খুঁজেছি মাত্র। সেগুলো আমরা ইভালুয়েশন কমিটির কাছে পাঠিয়েছি।



এ বিষয়ে প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান বলেন, " সবকিছু নিয়ম মেনেই হয়েছে। আমরা আইনানুসারে সর্বনিম্ন দরদাতাকে প্রধান্য দিয়েছি। এক্ষেত্রে কারো অভিযোগ থাকাটা ভিত্তিহীন।