lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-07T08:21:56Z
সারাদেশ

গুইমারায় রিজিয়ন কমান্ডারের হাতে সম্মাননা স্মারক তোলে দিলেন ইউএনও - BD Prokash

Advertisement


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ                                                                                                                                  

খাগড়াছড়ির গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেড   রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি'র হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। 



গতকাল শনিবার (৬ এপ্রিল) রাতে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এই সম্মাননা স্মারক তুলেদেন ব্রিগেডিয়ার জেনারেলের হাতে। 



এসময় উভয় সালাম বিনিময় করেন পাশাপাশি গুইমারা এলাকার স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করনে মত বিনিময় করেন।