lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-11T13:12:37Z
আইন অপরাধ

আমিনপুরে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ:

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। ১০ এপ্রিল সকাল ১১ টায় আমিনপুর থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই)  আশরাফুল ইসলাম এর নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট স্প্রিডবোট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামি মো: নয়ন মোল্লা আমিনপুর থানার আহাম্মাদপুর ইউনিয়নাধীন সৈয়দপুর গ্রামের কালাম মোল্লার ছেলে।

এ বিষয়ে আমিনপুর থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই)  আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে তার স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডের সিদ্ধান্ত দিয়েছে আদালত।রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট স্প্রিডবোট ঘাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।