lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-19T04:06:27Z
জাতীয়

আমিনপুরে ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ:

পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাট ফেরিঘাটে  ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাকসহ  চালক ও হেলপারদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পাবনা জেলা পুলিশের একটি সুত্র।  


নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। তবে ট্রাকগুলোতে থাকা চিনির পরিমাণ নিশ্চিত হওয়া যায় নি।



পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান,ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্ধ করা হয় এবং  এর সাথে জড়িত ২৩ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।