lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৫ মে, ২০২৪
Last Updated 2024-05-05T04:21:21Z
আইন ও অপরাধ

সুজানগরের তাঁতীবন্দ ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রউফের ছেলে দুর্বৃত্তদের হামলায় আহত - BD Prokash

Advertisement


এম মনিরুজ্জামান, পাবনা: 


সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ছেলে রোজা (১৪) কে দৃর্বত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এর ছেলে রোজা (১৪) কে দৃর্বত্তদের হামলায় গুরুতর আহত হয়। তাঁতীবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ জানান, আমার ছেলে ঔষধ কিনে বাসায় ফেরার পথে মধ্যে গতিরোধ করে, বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার ছেলে রাজন সহ ৭-৮ জন মিলে মাসি বাড়ির মোড় নামক স্থানে গাড়ি থেকে নামিয়ে পাশে একটি বাগানের মধ্যে নিয়ে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। রোজার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন উদ্ধার করে, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোজার অবস্থার অবনতি হলে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।