lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৩ মে, ২০২৪
Last Updated 2024-05-03T14:08:21Z
জাতীয়

মাধবদীতে ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, এলাকাবাসীর গণস্বাক্ষর - BD Prokash

Advertisement

 

হাজী জাহিদ :


জিএম মতিউর রহমান শাহ চিশতী মাধবদী বিবির কান্দিতে আবাসিক এলাকায় বেঙ্গল বি লিমিটেড নামে একটি ব্যাটারি গড়ে ওঠে এই কারখানা ধোঁয়ায় এবং দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ ব্যাটারি কারখানা সরানোর জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা নরসিংদী সদর, চেয়ারম্যান পাইকারচর ইউনিয়ন পরিষদ, ও প্রেসক্লাব বরাবর অনুলিপি দিয়েছেন অভিযোগে প্রকাশ বেঙ্গল বি-লিমিটেড নামে একটি ব্যাটারী কারখানা  পাইকার চর বিবির কান্দিতে পরিবেশ দূষণ করে চলছে এলাকাটি আবাসিক এবং জনবসতি কৃষি এলাকা দীর্ঘদিন যাবৎ ব্যাটারী কারখানাটি স্থাপন করে পরিবেশদূষণ করে যাচ্ছে উক্ত ব্যাটারী কারখানার ধোঁয়ায় ও দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ কিছুদিন আগে  সবুজ   নামের এক ব্যক্তি শ্বাস কষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করে এবং সবিতা   লাঞ্চে ঘা হয়ে যায় পরবর্তীতে অপারেশন করতে হয়  ফুলমালা   দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট এবং পেটের পিড়ায় ভুগছে এই এলাকার প্রায় বিশ  থেকে পশিশ জন লোক পেটের ব্যথা  চোখের ব্যথা ও বিভিন্ন লাঞ্চের সমস্যায় ভুগছে এলাকাবাসীরা জানান আমরা সাধারণ খেটে খাওয়া  কৃষক এই ব্যাটারি কারখানার দুর্গন্ধ  ধোঁয়ায় আমাদের কৃষি খেতে  ফসল হচ্ছে না গাছে ফল হচ্ছে না এবং শ্বাসকষ্ট পেটের পিরা আমাশা চোখ উঠা ও অন্যান্য রোগে ভুগছি দূরত্ব কারখানা উচ্ছেদ করার জন্য প্রশাসনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে সরজমিনে গেলে কারখানার দারোয়ান জানান আমাদের কারখানায় কেউ নেই আপনারা চলে যান ছবি উঠাতে গেলে এক ব্যক্তি এসে ম্যানেজার পরিচয় দিয়ে বলেন আপনারা রিপোর্ট করেন প্রশাসন থানা পুলিশ এবং প্রেসক্লাব ম্যানেজ করে আমরা এই ব্যবসা করি বক্তব্য চাইলে তিনি বলেন আমার কোন বক্তব্য নেই আপনারা রিপোর্ট করেন আমাদের কিছুই হবে না পরিবেশ অধিদপ্তরের চোখে কাঠের চশমা নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কে ব্যাটারি কারখানা সম্বন্ধে জানানো হয়েছে কিন্তু কোন ব্যবস্থা নিতে চোখে পড়েনি।